ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন আসামি আবু জাফর ওরফে জাফেরুল

কুষ্টিয়া: কুষ্টিয়া ইবি থানার একটি ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আবু জাফর ওরফে জাফেরুল কুষ্টিয়া সদর উপজেলার কন্দর্পদিয়া গ্রামের আব্দুল রহমান মৌলভীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ জুন এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আসামি আবু জাফর কথা আছে বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌসুলি আকরাম হোসেন দুলাল জানান, মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের জুনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলার একমাত্র আসামি আবু জাফরের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।