ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুরে ৭ জামায়াত কর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
দিনাজপুরে ৭ জামায়াত কর্মী কারাগারে

দিনাজপুর: নাশকতা মামলায় দিনাজপুরে জামায়াতের সাত কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল এ আদেশ দেন।  

সাত জামায়াত কর্মীরা হলেন- নবাবগঞ্জ উপজেলার শালকুড়িয়া গ্রামের সাইদুর রহমান (২৭), ভাদুরিয়া বাজারের নবাব আলী (৫২) ও আব্দুল মালেক (৪৮), মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও জাফর আলী (৫০), কৃষ্টপুর গ্রামের ময়েন উদ্দীন (৫৫) ও শামসুল আলম (২৮)।


 
দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার আসামি হিসেবে বিকেলে আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
২০১৫ সালের ১৪ জানুয়ারি ভাদুরিয়া বাজারে আসামিরা পেঁয়াজ ভর্তি একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ ঘটনায় নুরুল ইসলাম নামে ওই ট্রাকের চালক বাদি হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব ৩৭ জামায়াত-বিএনপির কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।