ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাল আত্মসাৎ, চেয়ারম্যান-মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
চাল আত্মসাৎ, চেয়ারম্যান-মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও মেম্বার মো. জাহাঙ্গীর হোসেন খানকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চেয়ারম্যান ও মেম্বারের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আতিয়ার রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফারহান।

পরে আমিন উদ্দিন মানিক জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বার মঙ্গলবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের আগাম জামিন দেননি।

তিনি আরও জানান, ভিজিডি কার্ডধারী ২শ’ ৫১ জনের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৪শ’ ২৬ টাকা মূল্যমানের ৫ মেট্রিক টন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গত ২৭ নভেম্বর বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।