ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মিছিলে অসুস্থ হয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মিছিলে অসুস্থ হয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৃত্যু মিছিলের সামনে লাল বৃত্ত চিহ্নিত ব্যক্তি নজীবুর রহমান

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজীবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) হঠাৎ হার্টঅ্যাটার্কের পর বিকাল সাড়ে তিনটায় ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এমআমিন উদ্দিন মানিক।
  
এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নজীবুর রহমান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-১০ আসনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা মার্কার সমর্থনে আইনজীবীদের মিছিলের অগ্রভাগে ছিলেন।
 
মিছিলে তার সঙ্গে থাকা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম ফয়েজ বলেন, নিউ মার্কেটের কাছে মিছিলে হঠাৎ তিনি হার্টঅ্যাটার্ক করে পড়ে যান। পরে তাকে পার্শ্ববর্তী ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নজীবুর রহমান ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।  
 
২৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে প্রথম ও আসর নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।