মঙ্গলবার (২২ জানুয়ারি) বরিশালের সিনিয়র জেলা জজ নবাবুর রহমান বিচারাধীন বিশেষ দায়রা আদালত এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী এলাকার বাসিন্দা মৃত আবদুল হামিদ হাওলাদারের ছেলে লাভলু বরিশালসহ বিভিন্ন জেলায় মাদক চালান করতো।
২০১৫ সালের ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিলন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দেড়শ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। একমাস ৭ দিন তদন্ত করে সত্যতা পেয়ে ডিবির পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল হায়দার আসামীর বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১৩ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে তাকে ওই দণ্ড দেওয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএস/এএটি