আসামির উপস্থিতিতে সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় দেন।
জানা যায়, ২০১৭ সালের ১২ জানুয়ারি পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়ার শামীম তার স্ত্রী জাহানারাকে মারধরের একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার শামীমকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এসময় ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হত্যা মামলায় বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আদম সুফি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস