তবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের তথা নীল প্যানেলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
সুপ্রিমকোর্ট সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন সাব কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশ নিতে সোমবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে এক পরিচিতি সভায় প্যানেল চূড়ান্ত করেছে সাদা প্যানেল।
সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ইএস/এএ