বুধবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কৃষি ব্যাংকের বনানী শাখায় প্রায় ১৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করেছে।
তবে অপর আসামি ফিরোজ গ্রুপের স্বত্ত্বাধিকারী ওয়াহিদুর রহমান পলাতক রয়েছেন।
গতবছর ১২ সেপ্টেন্বর হাইকোটে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন আসামিরা। পরে আদালত দুই দফায় ৫ সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
হাইকোটের নির্দেশ অনুযায়ী, গতবছরের ১১ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ছয় আসামি। পরে ফাইল না থাকায় গত ২০ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালে জনৈক ওয়াহিদুর রহমান নামে ৫টি মর্টগেজ দলিল ( ঋণের জামিন স্বরূপ সম্পত্তি বন্ধক রাখা) দিয়ে কৃষি ব্যাংকের বনানী শাখা থেকে প্রায় ১৩৮ কোটি টাকা উত্তোলন করেন। যা সুদসহ ১৪৮ কোটি টাকা হয়।
তবে পাঁচটি মর্টগেজ দলিল রাখা হয়, সেগুলোরও কোনো হদিস পাওয়া যায়নি। পরে পরস্পর যোগসাজশে এ অর্থ আত্মসাতের ঘটনায় বনানী থানায় এ মামলাটি করে দুদক।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এমএআর/এমএ