ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় গৃহকর্মীর স্বীকারোক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় গৃহকর্মীর স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন তার গৃহকর্মী রেশমা।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৬ মার্চ) মামলার তদন্তকারী কমকর্তা রেশমাকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামির স্বীকারোক্তি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১১ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাট থেকে ৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিউমার্কেট থানায় স্বপ্না (৩০) ও রেশমাকে (৩৬) নামের দুই গৃহকর্মী এবং তাদের যোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন মাহফুজার স্বামী ইসমত কাদির গামা।

গত ২৭ ফেব্রুয়ারি রেশমাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে গ্রেফতার করা হয় স্বপ্না ও রুনু বেগমকে। রিমান্ড শেষে ওই দু’জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।