ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লিফট দুর্ঘটনা: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
লিফট দুর্ঘটনা: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা: ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় মারাত্মক আহত প্রত্যেককে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং আইনজীবী পরিবার কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান এ রিট করেন বলে রোববার (১০ মার্চ) জানিয়েছেন তার আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

রিটে এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি এবং ১৫ দিনের মধ্যে ইনজুরি রিপোর্ট চেয়ে আবেদন করা হয়েছে।

এছাড়াও ১৫ দিনের মধ্যে নতুন লিফট প্রতিস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।

গত বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনে একটি লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১২ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১০,২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।