এছাড়া নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এনামুল হক-আবুল হাসনাত বেগ প্যানেল পেয়েছে মাত্র একটি পদ।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম সাংবাদিকদের এ তথ্য জানান।
ভোটগ্রহণ ও গণনা শেষে বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন আব্দুস সালাম ও শামীম হায়দার দারা।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং একটা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি শেষে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৫৭৮ জন ভোটারের মধ্যে ৫৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের জন্য ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ২২টি বুথ স্থাপন করা হয়। নির্বাচনে ২১ পদের বিপরীতে আলাদা দু’টি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএস/এএ