ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কমিশনার নুরুল কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কমিশনার নুরুল কারাগারে

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য ও সাবেক কাস্টমস কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন মহানগর দায়রা জজ।

সোমবার (০১ এপ্রিল) মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন আবেদনের শুনানি করেন এবং দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন।

২০১৮ সালের ২ অক্টোবর দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা রমনা থানায় মামলাটি দায়ের করেন।  

গত বছরের ১৩ নভেম্বর উক্ত আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান। সে অনুযায়ী গত ৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। ওইদিন আদালত নথি তলব করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী সোমবার শুনানি শেষে আদালত মোহাম্মদ নুরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি নুরুল ইসলাম একসময় মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তিনি দুদকে ২০১১ সালের ২৯ আগস্ট ২৯ লাখ ৫৮ হাজার ২২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকার দেনার হিসাব দাখিল করেন। কিন্তু দুদকের তদন্তে ৬৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।