ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঘুষ গ্রহণ মামলায় আইন কমিশনের ড্রাইভারের ৪ বছরের দণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ঘুষ গ্রহণ মামলায় আইন কমিশনের ড্রাইভারের ৪ বছরের দণ্ড

ঢাকা: প্রতারণা করে ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় বাংলাদেশ আইন কমিশনের ড্রাইভারকে চার বছরের সশ্রম কারাদণ্ডসহ এক কোটি ৪০ লাখ ২৭ হাজার ৭২৭ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান আসামি এস এম শামছুল আলমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আগামী ৬০ দিনের মধ্যে দণ্ডিত আসামি শামছুল আলমের নামে সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৪ সালের ৮ জুলাই দুদকের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম মামলাটি দায়ের করেন।  ২০১৭ সালের ১১ জুলাই তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভুক্ত নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

শামছুল আলম বরিশালের বানারীপাড়ার পূর্ব মলুহার গ্রামের মৃত ডা. এন্তাজ উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।