ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে ইয়াবা কারবারিকে ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
টাঙ্গাইলে ইয়াবা কারবারিকে ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে বানছু মিয়া (২৮) এক ইয়াবা কারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত বানছু জেলা শহরের ভাল্লুককান্দি এলাকার আব্দুস সামাদের ছেলে।

 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবার খান বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ২৩ জানুয়ারি ১০০ পিস ইয়াবাসহ বানছুকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। পরে ওই দিনই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার এ রায় দেন আদালত। রায় ঘোষণার পর বানছুকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।