ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
চেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জ গঠন সিরাজ-উদ দৌলা।

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক জালিয়াতি প্রতারণা মামলায় আদালতে চার্জ গঠন করা হয়েছে।

রোববার (৩০ জুন) ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে এ চার্জ গঠন করা হয়।  

এ মামলায় সিরাজসহ উম্মুল কুরা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মোর্তজার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

আগামী রোববার (৭ জুলাই) আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

মামলার বাদী আবদুল কাইয়ুম জানান, উম্মুল কুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা জমি, গাড়ি, একটি ফার্নিচার শো-রুম ও উম্মুল কুরা মাদ্রাসার জামানত বাবদ এক কোটি ঊনচল্লিশ লাখ টাকা আত্মসাত করেন।  

সমিতির সাধারণ সভায় তা প্রমাণিত হলে সমিতির ১০৯ সদস্যর পক্ষে আবদুল কাইয়ুমের নামে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক দেন অধ্যক্ষ সিরাজ।  

ইসলামী ব্যাংক কলেজ রোড ফেনী শাখায় চেকটি বারবার প্রত্যাখ্যাত হলে কাইয়ুম বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।