ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনের নিয়োগ নিয়ে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনের নিয়োগ নিয়ে রুল হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: ৩৫তম বিসিএস এ সুপারিশকৃত বাদ পড়া ১৭ জন নিয়োগ প্রার্থীকে কেন নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৮ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া।


 
পরে ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএস পিএসসি সর্বমোট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৭ সালে ৫ দফায় প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ দিলেও এ রিট আবেদনকারী ১৭ জনকে এখন পর্যন্ত নিয়োগ দেননি।
 
এরপর তার সুপারিশকৃত পদে নিয়োগের আর্জি জানিয়ে রিট দায়ের করেন বলে জানান ছিদ্দিক উল্যাহ মিয়া।
 
রিটকারীরা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এসএম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।