ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিলন মণ্ডল (৩৫) দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার আবু মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিকেল ভেড়ামারা উপজেলার দৌলতপুর-ভেড়ামারা সড়কের মহিষাডোরা এলাকা থেকে মিলনকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরে মিলনের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আকতারুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ভেড়ামারা থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এএসআই আকতারুজ্জামান।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।