ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ইয়াবাসহ গ্রেফতার রেখা-বিথী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ইয়াবাসহ গ্রেফতার রেখা-বিথী কারাগারে সিএমএম আদালত

ঢাকা: রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী রেখা ও বিথী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের দু’জনকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মুরশেদ আল মামুন ভুইয়া।

মুগদা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান।

মুগদা থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় মানিকনগর মডেল স্কুলের সামনে থেকে রেখাকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার রেখার দেওয়া তথ্যমতে একই দিন উত্তর মুগদা মদিনাবাগ এলাকা থেকে বিথী আক্তারকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।