ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অ‌ভি‌জিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৬ অ‌ক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
অ‌ভি‌জিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৬ অ‌ক্টোবর

ঢাকা: মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পি‌ছি‌য়ে আগামী ১৬ অ‌ক্টোবর নির্ধারণ ক‌রে‌ছেন আদালত।

রোববার (৬ অ‌ক্টোবর) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। দুজন সাক্ষী আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

তবে আসা‌মি হা‌জির না করায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাক্ষ্যগ্রহ‌ণের নতুন এ দিন ধার্য ক‌রেন।

এর আ‌গে গত ১১ সে‌প্টেম্বর সাক্ষগ্রহ‌ণের নির্ধা‌রিত দি‌নে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় নতুন করে ৬ অক্টোবর দিন ধার্য করেছি‌লেন আদালত।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিৎ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার মারা যান অভিজিৎ।

অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনার পরদিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
‌কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।