বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার কল্যাণ কুমার সাহা।
আর এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
ভোটার তালিকায় ত্রুটি থাকার অভিযোগে এক অভিভাবকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ অক্টোবর) একই আদালত নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
শুক্রবার (২৫ অক্টোবর) ভিকারুননিসার চার শাখায় একযোগে গভর্নিং বডির নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।
ভোটের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখা থেকে অভিভাবক প্রতিনিধিরা নির্বাচিত হবেন। এছাড়া একই দিনে তিনজন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কথাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেআই/এমএ