ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টায় যুবকের ৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

বরিশাল: প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে তাকে। 

রোববার (২৭ অক্টোবর) এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।  

দণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস খান পলাতক রয়েছেন।

তিনি সদর উপজেলার পেটকাটা গ্রামের মৃত আব্দুল কাদের মৌলভীর ছেলে।  

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ মার্চ সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা ফারুকের প্রতিবন্ধী মেয়ে পুকুর পাড়ে থালা-বাসন ধুতে যান। এসময় ইদ্রিস খান সেখানে গিয়ে তাকে টাকা নিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন। এতে অস্বীকার করলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় মেয়েটি চিৎকা করলে ইদ্রিস পালিয়ে যান।  

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই দিনই বন্দর থানায় মামলা দায়ের করেন।  

একই বছরের ১২ জুন আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই ফকর উদ্দিন।  

মামলায় নয়জনের মধ্যে সাতজনের সাক্ষ্য নিয়ে বিচারক এই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।