বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌশুলী (এপিপি) অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় বেলাল ওই শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানী বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসআর/এএটি