বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অ্যানেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আইনজীবীদের জন্য আধুনিক এ ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে।
এরআগে দুপুরে ২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নবনির্মত এ্যানেক্স ভবনের উদ্বোধন করেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় তিনি ভবনের ফলক উন্মোচন করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলাচনা সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদুল্লাহ সাজুর সভাপতিত্বে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন), জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমএস/ওএইচ/