রোববার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সম্রাটকে আদালতে হাজির করা হলে দুদকের তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১এ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযানে গত ৭ অক্টোবর ইসমাইল চৌধুরী সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডে পাঠানো হলো সম্রাটকে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কেআই/একে