রোববার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর দিনগত রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তারকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করেন নিজাম। ওইদিন শিরিনের বাবা বাদী হয়ে নিজাজকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৫ মার্চ তাকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন।
এদিকে, রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিনের বাবা তাজুল ইসলাম। এটিকে একপেশে রায় দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামি নিজাম।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এডি/আরবি/