ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কৃষ্ণা রানীর পা হারানোর ঘটনায় হেলপারের জা‌মিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কৃষ্ণা রানীর পা হারানোর ঘটনায় হেলপারের জা‌মিন হাসপাতালে ভর্তি পা হারানো কৃষ্ণা রানী চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর বাসচাপায় পা হারানোর ঘটনায় হেলপার বাচ্চু মিয়ার (১৮) জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। ‌

রোববার (১৭ ন‌ভেম্বর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট নিভানা খা‌য়ের জে‌সি তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

গত ১৫ ন‌ভেম্বর রাত ৮টার দি‌কে বাচ্চু‌কে ময়মন‌সিংহে গ্রেফতার ক‌রে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শ‌নিবার তা‌কে আদাল‌তে হা‌জির ক‌রে কারাগারে পাঠা‌নোর আবেদন ক‌রে পু‌লিশ। আর আসা‌মিপক্ষ জা‌মিনের আবেদন ক‌রে। আদালত জা‌মি‌নের বিষ‌য়ে শুনা‌নির জন্য রোববার দিন ধার্য ক‌রে তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। সে অনুযায়ী এদিন শুনা‌নি শে‌ষে আদালত তা‌র জা‌মিন মঞ্জুর ক‌রেন।

গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায়। তিনি বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা।

এ ঘটনার পরদিন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে আসামি করা হয়েছে বাসের মালিক, চালক ও হেলপারকে।

গত ১ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেফতার করে পিবিআই।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
কেআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।