আব্দুল লতিফ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (৩) বিচারক ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৫ সালের ২৪ আগস্ট আসামি আব্দুল লতিফকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর বিচারকার্য শুরু হয়। বিচারকাজ চলাকালে আদালতে এ মামলায় পুলিশসহ মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।
এর আগে ২০১৫ সালের ২৬ এপ্রিল গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রাম থেকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুল লতিফকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোদাগাড়ী থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসএস/ওএইচ/