তাকে গ্রেফতারের পর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ ডেমরা ইউনিটের পরিদর্শক মো. মাইন উদ্দিন খান।
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে বুধবার (১৯ নভেম্বর) তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
পুলিশের সাব-ইন্সপেক্টর পদসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল কালামকে গ্রেফতার করে সিআইডি। সংস্থাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে রোববার রাত পৌনে ১২টার দিকে সিআইডির একটি দল মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আবুল কালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আবুল কালাম জনসাধারণের কাছে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর পদসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এর মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
কেআই/এএ