ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় বিএনপি নেতা হেলাল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নাশকতার মামলায় বিএনপি নেতা হেলাল কারাগারে

ঢাকা: রাজধানীর চকবাজার থানার নাশকতা মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


 
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাঝহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি বলেন, এই মামলায় এজাহার ও অভিযোগপত্রে আজিজুল বারী হেলালের নাম আছে। শুরু থেকেই মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ অবস্থায় আজিজুল বারী হেলাল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় নাশকতার অভিযোগে মামলাটি করেন ওই থানার এসআই দেলোয়ার হোসেন।  

মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দিতে যাওয়ার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়।
 
বালাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।