সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাঝহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, এই মামলায় এজাহার ও অভিযোগপত্রে আজিজুল বারী হেলালের নাম আছে। শুরু থেকেই মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ অবস্থায় আজিজুল বারী হেলাল আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় নাশকতার অভিযোগে মামলাটি করেন ওই থানার এসআই দেলোয়ার হোসেন।
মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দিতে যাওয়ার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়।
বালাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
কেআই/এমএ