ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রা‌য়ের বিরু‌দ্ধে আ‌পিল কর‌বেন ওসি মোয়া‌জ্জেম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
রা‌য়ের বিরু‌দ্ধে আ‌পিল কর‌বেন ওসি মোয়া‌জ্জেম

ঢাকা: আট বছ‌রের সাজার রা‌য়ে সংক্ষুব্ধ ও‌সি মোয়াজ্জে‌মের আইনজীবী ফারুক আহ‌ম্মেদ জা‌নি‌য়ে‌ছেন, এই রা‌য়ের বিরু‌দ্ধে তারা আ‌পিল কর‌বেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রা‌য়ের পর তাৎক্ষ‌ণিক প্র‌তি‌ক্রিয়ায় বাংলা‌নিউজ‌কে তি‌নি এ কথা ব‌লেন।

ফারুক আহ‌ম্মেদ ব‌লেন, মামলার প্র‌য়োজ‌নে ও‌সি মোয়া‌জ্জেম নুসরা‌তের বক্তব্য ভি‌ডিও ক‌রেন।

পি‌বিআইয়ের যে কর্মকর্তা মামলার তদন্ত ক‌রে‌ছেন, তি‌নিও অ‌নে‌কের বক্তব্য রেকর্ড ক‌রে‌ছেন। তাই যে রায় হ‌য়ে‌ছে, তাতে আমরা সংক্ষুব্ধ। এই রা‌য়ের বিরু‌দ্ধে আমরা উচ্চ আদাল‌তে আ‌পিল করব।

রেকর্ড করা বক্তব্য রি‌লিজ করে দেওয়া প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, এই ভি‌ডিও মোয়া‌জ্জেম সা‌হেব রি‌লিজ ক‌রেন‌নি। তার মোবাইল‌ থে‌কে ওই ভি‌ডিও খোয়া গি‌য়ে‌ছিল। সেখান থে‌কে কেউ এ‌টি রি‌লিজ ক‌রে। আমরা এ বিষ‌য়ে থানায় এক‌টি জি‌ডিও ক‌রে‌ছিলাম।

বৃহস্প‌তিবার বি‌কে‌লে বাংলা‌দেশ সাইবার ট্রাইব্যুনা‌লের বিচারক আসসামস জগলুল হো‌সেন ও‌সি মোয়া‌জ্জেম‌কে ডি‌জিটাল সি‌কিউ‌রি‌টি আই‌নের ২৬ ও ২৮ ধারায় আট বছর কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদা‌য়ে আরও ছয় মা‌সের কারাদণ্ড দেন।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ওসি মোয়াজ্জেমকে আদালতে নেওয়া হয়। দুপুর সোয়া ২টার দিকে তাকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার আগ পর্যন্ত তিনি কোর্ট হাজতে ছিলেন ব‌লে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদাল‌ত হাজ‌তের ও‌সি মইনুল ইসলাম।  

গত ২০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলা ও তার জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই আদালত এ মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  

গত ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানার পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ওইদিনই প্রতিবেদন গ্রহণ করে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে ১৬ জুন রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন। ১৭ জুলাই আদালত আসামি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

প্রায় চার মাসের এ বিচারকালে বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন, নুসরাতের মা, ভাই, দুই বান্ধবী, দুই পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১২ জন রাষ্ট্রপক্ষে আদালতে সাক্ষ্য দেন। ১২ নভেম্বর তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন ওসি মোয়াজ্জেম। সর্বশেষ গত ২০ নভেম্বর এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন।
 
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে নুসরাতের শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন তার মা। পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে সিরাজ-উদ দৌলাকে গ্রেফতার করা হয়।

এদিকে অভিযোগ দেওয়ার সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্নের পাশাপাশি তার বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। মৌখিক অভিযোগ নেওয়ার সময় ভিডিওতে দু’জন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী উপস্থিত ছিল না।

পরবর্তীতে গত ৬ এপ্রিল আলিম পরীক্ষার আগমুহূর্তে মিথ্যাচার করে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেয় দুর্বৃত্তরা। এতে অস্বীকৃতি জানালে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

নুসরাতের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় এরই মধ্যে অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ফেনীর একটি আদালত।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কেআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।