রোববার (০১ ডিসেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী। দণ্ডপ্রাপ্ত আব্দুল মুনিব শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় সন্যাসী গ্রামের আজমল হকের ছেলে।
মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বলেন, ২০০৯ সালের ১৮ জুন রাত দেড়টার দিকে আব্দুল মুনিবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। ওই দিনই পুলিশের এসআই মিজানুর রহমান শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। ২০১৬ সালের ৩০ মার্চ শিবগঞ্জ থানা পুলিশের এসআই নূরে আলম সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মুনিবের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
আরএ