মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলাম এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. শরিফ জানান, আদালতে উপস্থিত হয়ে অতিরিক্ত সচিব জাকির হোসেনের স্ত্রী বলেন, আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়েছে, আবার সংসার করবো।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই রাজধানীর বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেফতার করে।
ওই সময় তার স্ত্রী ফাতেমা জাহানকেও উদ্ধার করা হয়। পরে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
কেআই/এএ