দুদকের করা পৃথক তিনটি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০২ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
খুরশীদ আলম খান জানান, এই পর্যন্ত মোট সাত মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় স্পেশাল জজ গত ২৩ সেপ্টেম্বর চার্জ শুনানি শেষে তাকে মোট একই ধরনের ২০টি মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন।
ঘটনার বিবরণে দেখা যায়, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার নদী ভাঙনকবলিত এলাকায় সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণাঞ্চল উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ২০০৬-২০০৭ অর্থবছরে বরাদ্দকৃত ত্রাণের চাল থেকে ১০ মেট্রিক টন করে তিন মামলায় ৩০ মেট্রিক টন চাল আত্মসাৎ করার অভিযোগে দুদকের সহকারী পরিচালক আবদুর রহিম জোয়ার্দার বাদী হয়ে ২০০৯ সালের ২৫ জুন বানারীপাড়া থানায় এ মামলা করেন। পরে দুদকের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী তদন্ত করে ২০১২ সালের ১ আগস্ট সৈয়দ শহীদুল হক জামালসহ প্রত্যেক মামলায় দু’জন করে আসামি শ্রেণিভুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইএস/জেডএস