মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
এসময় ইটভাটার সব ইট নষ্ট করার পাশাপাশি ইটভাটা মালিকদের মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো, শাহাবুদ্দিন ব্রিকস ১, মিসেস সাউথ আরমান ব্রিকস, এম এস বি ব্রিকস ও পপুলার ব্রিকস।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সাঈদ আনোয়ার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় ইটভাটা বন্ধ ও মালিকদের জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
এবি