মঙ্গলবার (১০ ডিসম্বের) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।
পরে আইনজীবী এজেডএম মোরশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, একটি জাতীয় দৈনিকে গত ১ ডিসেম্বর হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে অন্যান্য কোর্সের সঙ্গে ব্যাচেলর অব ইউনানী মেডিসিন ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এটি বেসরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন রুলস-২০১২ এর পরিপন্থি। তাই আদালত ১ ডিসেম্বরের ওই দুই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না এবং ওই দুই কোর্সে ভর্তি কার্যক্রম বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জন রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন ডা. মো. আলমগীর হোসেনসহ ৩৪ জন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ইএস/জেডএস