এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং মহা হিসাব নিয়ন্ত্রককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মো. ওসমান আজিজ।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মো. ওসমান আজিজ।
কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আকতার আলম ওই রিট করেন।
২০১৭ সালের ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, সরকারি চাকরিজীবীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ বিষয়ক আগের প্রচলিত গ্রস পেনশনের শতভাগ সমর্পণের সুবিধা বাতিল করে ৫০ ভাগ বাধ্যতামূলক সমর্পণ ও বাকি অর্থ নির্ধারিত হারে মাসিক পেনশন গ্রহণের বিধান প্রবর্তন করা হয়।
এই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদনটি করা হয় বলে জানান আইনজীবী মো. ওসমান আজিজ।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইএস/আরবি/