ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রেণু হত্যা: প্রতিবেদন জমা দেওয়ার সময় পেল ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
রেণু হত্যা: প্রতিবেদন জমা দেওয়ার সময় পেল ডিবি

ঢাকা: ছেলে ধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় স্কুল চত্বরে তাসলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিন ধার্য ছিল।

তবে এদিন প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন।

রেণু হত্যা মামলাটি তদন্ত করছিলেন বাড্ডা থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক।

কিন্তু সম্প্রতি মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ন্যাস্ত করা হয়।  

চলতি বছরের ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে উত্তর বাড্ডা সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাসলিমা বেগম রেণুকে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ওইদিন-ই বাড্ডা থানায় ৪০০/৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নিহত রেণু ভাগ্নে নাসির উদ্দিন একটি হত্যা মামলা করেন।

নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য খোঁজ নিতে বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন রেণু। আর সেখানেই গণপিটুনির শিকার হন তিনি।  
পরবর্তীকালে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে বেশ কয়েকজনকে আটকও করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত রেণুর বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে তুবা ও মাকে নিয়ে থাকতেন তিনি। দুইবছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তাহসিন নামে রেণুর ১১ বছরের ছেলে বাবার কাছেই থাকতো।  

বালাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
‌কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।