এ বিষয়ে ২০১৮ সালের ৯ ডিসেম্বর আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে।
১৯৯৯ সালের ১৯ এপ্রিল যে এলাকাকে প্রতিবেশগত (ইকোলজিক্যাল) সংকটাপন্ন হিসেবে ঘোষণা দেয়, পরে সেই এলাকায় বিভিন্ন প্লট লিজ দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৫ সালে তা খারিজ করে দেন আপিল বিভাগ। আপিল বিভাগের ওই রায় রিভিউ চেয়ে কয়েকজন লিজগ্রহীতা রিভিউ আবেদন করেন। যেগুলো ২০১৮ সালে খারিজ হয়ে যায়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ১৯৯৯ সালের ১৯ এপ্রিলের পরে যেসব লিজ দেওয়া হয়েছিলো এগুলো পরিবেশের খাতিরে বাতিল করা হবে। ভবিষ্যতে যেন লিজ না দেয়। এ রায়ে প্রমাণ হলো পরিবেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এ রায়টি একটি গাইডলাইন দিচ্ছে, ভবিষ্যতে গাইডলাইন লংঘন করলে আদালত অভিযোগে পদক্ষেপ নেওয়া যাবে।
লিজ বাতিলের পর যারা গ্রহীতা ছিলেন তাদেরকে ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ, জানান অ্যাটর্নি জেনারেল।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ইএস/জেডএস