বুধবার (১৫ জানুয়ারি) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিল না কারার কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।
একই দিন রিফাত হত্যা মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বাংলানিউজকে জানান, মিন্নির জামিন কেন বাতিল হবে না, এ মর্মে আদালতের দেওয়া শোকজের জবাব আদালতে দাখিল করেছি। উভয়পক্ষের আইনজীবীদের আবেদনের জন্য শোকজের জবাব শুনানি আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
এছাড়া মিন্নি জামিনে থাকা অবস্থায় কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেনি। মিন্নিকে হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করা হয়েছে। একটি মেয়ে অপরিচিত পাঁচজন যুবক নিয়ে দূরে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এনটি