ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনী আইনজীবী সমিতির শীর্ষ দুই পদসহ ৭টিতে বিএনপিপন্থিদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ফেনী আইনজীবী সমিতির শীর্ষ দুই পদসহ ৭টিতে বিএনপিপন্থিদের জয়

ফেনী: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন বিএনপি-জামায়াতপন্থি সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে এ প্যানেল থেকে জয়লাভ করেছেন মোট ৭ জন।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতির ২ পদসহ ৮ পদে জয়ী হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২শ ৮৭ জন ভোটারের মধ্যে ২শ ৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে শাহাব উদ্দিন ১৪৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে পার্থ পাল চৌধুরী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভুট্টো।

সহ-সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নুরুল হক ও মো. গোলাম মহিউদ্দিন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন চন্দ্র ভৌমিক, অডিটর পদে সম্মিলিত এস এম আবুল মনসুর রানা, অর্থ সম্পাদক পদে মো. জাহিদ হোসেন ও লাইব্রেরি সম্পাদক পদে মো. ইয়াছিন আরাফাত নির্বাচিত হয়েছেন।

সদস্যপদে নির্বাচিতরা হলেন- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মোহাম্মদ হুমায়ুন কবীর মোরশেদ, মোশারফ হোসেন মিলন, মো. আলাউদ্দিন ভূঞা, নিমাই লাল সূত্রধর, সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো. ইকবাল হোসেন ও মো. শহীদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০ 
এসএইচডি /এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।