সোমবার (২০ জানুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে বহুল আলোচিত সিপিবি সমাবেশে হামলা মামলার রায় ঘোষণা শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) তেমন বড় কোনো দল নয়।
আসামিপক্ষের এই কৌঁসুলী আরো বলেন, ‘ভারতের যে সাংবাদিকের কথা বা প্রতিবেদন আদালত আমলে নিয়েছেন, সে রকম কেউ ভারত থেকে আসেননি এ মামলায় সাক্ষ্য দিতে। শুধুমাত্র সংবাদকে আমলে নিয়ে সেই পরিপ্রেক্ষিতে সেটি গ্রহণ না করার বিষয় নিয়ে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। এরপরেও আদালত ১০ জন আসামিকে সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। যেহেতু এটি একটি সেনসেটিভ ইস্যু, একটি সংগঠনের বিষয়। তাই বিশেষ কাউকে খুশির জন্যই এই রায় দেওয়া হয়েছে বলে আমরা মনে করছি’।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলায় ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান ও নূর ইসলাম।
আর খালাসপ্রাপ্ত দুজন হলেন- মশিউর রহমান ও রফিকুল আলম মিরাজ। তারা দুজনই পলাতক।
দীর্ঘ দুই দশক আগের চাঞ্চল্যকর এই ঘটনায় গতবছরের ১ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে রায়ের জন্য সোমবার দিন ঠিক করেন আদালত।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
কেডি/জেডএস