সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদর আলীর ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সুলতান ব্যাপারির মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে আসামি গিয়াস টাকা ধার চায়। এতে ঝগড়ার সৃষ্টি হয়। এর জেরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে সুলতানের বাড়িতে এসে ঝামেলা করে। এতে বাধা দিলে বাদীর বড়ভাই কৃষক আবদুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস আঘাত করে। এতে তার ঘাড়ে রক্তাক্ত জখম হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদের মৃত্যু হয়।
২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান আসামি গিয়াসকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মামলার ৬ আসামিকে খালাস দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআর/এএটি