ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় ব্যবসায়ী রিপন হত্যায় ৬ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
খুলনায় ব্যবসায়ী রিপন হত্যায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা: খুলনার ব‌টিয়াঘাটায় ব্যবসায়ী রিপন রায় (১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ছয় আসা‌মিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়া‌রি) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ সময় দোষী সাব্যস্ত না হওয়ায় একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান ম‌ল্লিককে খালাস দেওয়া হয়েছে।

রিপন ব‌টিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আ‌রিফ মাহমুদ লিটন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব‌টিয়াঘাটা উপজেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ম‌নিরুজ্জামান ঘরামী, পারশেমা‌রির ম‌জিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নুর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকা‌রী মো. সায়েদুল হক শাহীন নথির বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে ব‌টিয়াঘাটা উপজেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার ব্যবসাপ্র‌তিষ্ঠান (সি‌ডির দোকান) থেকে বা‌ড়ি ফির‌ছিলেন। আসা‌মিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যান। পর‌দিন সকালে বৃ‌ত্তি খলশীবু‌নিয়া এলাকার রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পু‌লিশে খবর দেয়। পরে ব‌টিয়াঘাটা থানা পু‌লিশ রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মে‌ডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ২ এ‌প্রিল রিপনের বাবা বা‌দী হয়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০ জুলাই পু‌লিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) খান মাহবুবুর রহমান আটজনের বিরুদ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।