ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে ছিনতাই মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
খাগড়াছড়িতে ছিনতাই মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ছিনতাই মামলায় চার যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা এলাকার আবু আহম্মদের ছেলে মো. সাইফুল ওরফে কালা সাইফুল (২৫), একই এলাকার মো. আকবার আলী সিকদারের ছেলে মো. মিজানুর রহমান (২৮), পানছড়ির ছনটিলা এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. সুমন (২৩) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মহিউদ্দিন ওরফে মহিন (২৪)।

জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর খাগড়াছড়ির কুমিল্লাটিলা এলাকায় এনজিও সংস্থা আশার মাঠ পর্যায়ের কর্মীদের মারধর করে প্রায় দুই লাখ ১০ হাজার ৬২ টাকা ছিনিয়ে নেন আসামিরা। এ ঘটনায় ওইদিন খাগড়াছড়ি সদর থানায় আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার রাসেল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন মাস পর ২০১৮ সালের ৭ মার্চ পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে মিজান ছাড়া বাকী সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।