ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ও ২৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ও ২৭ ফেব্রুয়ারি

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচন আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার মুন্সি ফখরুল ইসলাম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কমিশন সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য ৪ ও ৫ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র জমা দেওয়ার  জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আসন্ন নির্বাচনে সরকারপন্থি আইনজীবী প্যানেলের প্রার্থীতা চূড়ান্ত না হলেও অ্যাভোকেট ইকবাল হোসেন ও অ্যাভোকেট হোসেন আলী খান হাসানের নেতৃত্বে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা করা হয়েছে। সবশেষ নির্বাচনে তারাই এ প্যানেলের নেতৃত্ব দিয়ে আওয়ামীপন্থি গাজী শাহ আলম-মো. আসাদুজ্জামান খান রচি প্যানেলের কাছে পরাজিত হন।

২০১৯-২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হন আওয়ামীপন্থিরা। অন্যদিকে বিএনপিপন্থিরা সিনিয়র সহ-সভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।