পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।
পরে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৯তম বিসিএস (বিশেষ) এ পিএসসি সর্বমোট চার হাজার ৭৯২ জন প্রার্থীকে সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ১৮ নভেম্বর, ৮ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে চার হাজার ৬২৯ জন প্রার্থীকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দিলেও রিট আবেদনকারী ৩৮ জনকে অদ্যবধি নিয়োগ দেননি।
এ কারণে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ এবং একইসঙ্গে সুপারিশকৃতদের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের প্রার্থনা করে তারা দুটি রিট করেন। আদালত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন বলে জানান ছিদ্দিক উল্লাহ মিয়া।
২০১৮ সালের ৮ এপ্রিল বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চার হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ইএস/জেডএস