রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা হয়।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
অভিযোগপত্রে ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- খালেদ মাহমুদ ভূঁইয়া, তার ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়া, খালেদের ম্যানেজার হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্লাহ খান। এতে রাষ্ট্রপক্ষে ২১ জনকে সাক্ষী করা হয়েছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেফতার হন খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
কেআই/ওএইচ/