ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনা: জামিন শুনানিতে আদালতে কারাবন্দি আসামি হাজির নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা: জামিন শুনানিতে আদালতে কারাবন্দি আসামি হাজির নয়

ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কারাবন্দি আসামিদের জামিন শুনানিতে আদালতে হাজির না করাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ নির্দেশনার কথা জানিয়েছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্ট থেকে প্রধান বিচারপতির আদেশক্রমে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।