ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুলারহাট কলেজের অধ্যক্ষের এমপিও বন্ধের আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
দুলারহাট কলেজের অধ্যক্ষের এমপিও বন্ধের আদেশ স্থগিত ফাইল ছবি

ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলার একটি কলেজের অধ্যক্ষের এমপিও সাময়িকভাবে বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

দুলারহাট আদর্শ কলেজের অধ্যক্ষ এ কে এম শাহে আলমের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৫ জুলাই) এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, গত ১১ জুন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট আর্দশ কলেজের অধ্যক্ষ এ কে এম শাহে আলমের এমপিও সাময়িকভাবে স্থগিত করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ।

ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নিয়মিত হাইকোর্ট বেঞ্চ খোলা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে তার এমপিও পেতে আপাতত আর বাধা থাকলো না।

তবে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলমান থাকবে বলে আদেশে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।