ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ৩৬৮৪৭২৮: সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ৩৬৮৪৭২৮: সুপ্রিম কোর্ট

ঢাকা: ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালত ও অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

সুপ্রিম কোর্টের তৈরি করা এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার ওই পরিসংখ্যানের কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

পরিসংখ্যানে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে ২৩ হাজার ৬১৭টি মামলা। এর মধ্যে দেওয়ানি ১৫ হাজার ৫৩৩ এবং ফৌজদারি মামলা ৭ হাজার ৮৯৮টি। রয়েছে ১৮৬টি কনটেম্পট পিটিশন।

হাইকোর্ট বিভাগে চার লাখ ৮৯ হাজার ৬৮ মামলার মধ্যে ৯৭ হাজার ৬১৬টি দেওয়ানি ও দুই লাখ ৯২ হাজার ৪২৯ ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া ৮৭ হাজার ৮৫৩ রিট এবং অন্যান্য ১১১৭০টি মামলা রয়েছে।

অধস্তন আদালতের ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি মামলার মধ্যে ১৩ লাখ ৬৫ হাজার ৬৭৮ দেওয়ানি এবং ১৮ লাখ ৬৩৬৫ ফৌজদারি মামলা রয়েছে।

সব আদালত মিলিয়ে দেওয়ানি মামলার সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২৭ এবং ফৌজদারি মামলার সংখ্যা ২১ লাখ ৬ হাজার ৬৯২টি। অন্য মামলার সংখ্যা ৯৯ হাজার ২০৯টি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।